ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

বিনোদন

‘চারদিকে সেলফ রিলায়েন্ট অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত হবে ২ ডিসেম্বর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
‘চারদিকে সেলফ রিলায়েন্ট অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত হবে ২ ডিসেম্বর

বিভিন্ন ক্ষেত্রে যারা অসামান্য অবদান রেখেছেন তাদের সম্মাননা জানানোর জন্য আগামী ২ ডিসেম্বর আয়োজন করা হচ্ছে ‘চারদিকে সেলফ রিলায়েন্ট অ্যাওয়ার্ড ২০২৩’ । রাজধানীর একটি পাঁচ তারকা হোটেল বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এ অ্যাওয়ার্ড দেওয়া হবে।

জানা গেছে, মিডিয়া, মিউজিক, ফ্যাশনসহ সামাজিকমাধ্যমে যারা স্ব-স্ব অঙ্গনে কৃতিত্বপূর্ণ অবদান রাখছেন তাদের সম্মান জানানো হবে এই আয়োজনে।

শনিবার (১১ নভেম্বর) রাজধানীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে আয়োজকরা এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

তারা জানান, বিভিন্ন অঙ্গনে যারা অবদান রেখে চলেছেন তাদেরকে সম্মান জানানোর জন্য এইটি একটি ক্ষুদ্র প্রয়াস। এই আয়োজনের দায়িত্বে থাকছেন গৌতম সাহা, মুস্তাফা তারিক হাদি এবং কাজী নাজমুল হাসান।

আরও জানানো হয়, অ্যাওয়ার্ড অনুষ্ঠানের জুরি বোর্ডে থাকবেন প্রখ্যাত অভিনেত্রী দিলারা জামান, অভিনেতা মুকিত জাকারিয়া, নির্মাতা দেবাশীষ বিশ্বাস এবং অভিনেতা মীর সাব্বির ।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
এনএটি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।