ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

বিনোদন

পুত্রবধূকে নিয়ে কেন এত গর্বিত ক্যাটরিনার শ্বশুর?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
পুত্রবধূকে নিয়ে কেন এত গর্বিত ক্যাটরিনার শ্বশুর? শ্বশুর-শাশুড়ি ও স্বামী ভিকির সঙ্গে ক্যাটরিনা

পুত্রবধূ বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে নিয়ে বেশ গর্বিত শ্বশুর শ্যাম কৌশল তথা ভিকি কৌশলের বাবা।

‘টাইগার ৩’ সিনেমা ক্যাটরিনা অ্যাকশন দেখেই মূলত গর্বিত তিনি।

 

সদ্য মুক্তিপ্রাপ্ত সালমান খান ও ক্যাটরিনা অভিনীত ‘টাইগার ৩’ সিনেমা ইতোমধ্যে বিশ্বব্যাপী ৪০০ কোটি টাকার ব্যবসা করেছে।  

ছবিতে সালমানের সঙ্গে রোমান্সের পাশাপাশি ভরপুর অ্যাকশন করতে দেখা গেছে ক্যাটরিনাকে। প্রায় ১২ জন বিদেশি অ্যাকশন প্রশিক্ষকের শেখানো সব আর্টই করতে সক্ষম হন ক্যাট।  

অ্যাকশন দৃশ্যগুলোর মধ্যে তোয়ালে জড়িয়ে ক্যাটরিনার মারপিটের দৃশ্য সিনেপ্রেমীদের মনে ধরেছে।  

সিনেমায় ক্যাট কেমন মারপিট করলেন সেই প্রশ্ন উঠতেই পারে ভিকির বাবা শ্যাম কৌশলের সামনে। কারণ, বলিউড ইন্ডাস্ট্রির বহু ব্লকবাস্টার ছবির অ্যাকশন ডিরেক্টর তিনি।  

শ্যাম কৌশল জানালেন, পুত্রবধূর অ্যাকশন দৃশ্য দেখে তিনি মুগ্ধ।

এক সাক্ষাৎকারে সে কথা জানালেন ক্যাটরিনা নিজেই। বললেন, ‘শ্যামজি, মানে আমার শ্বশুরমশাই, তিনি ইন্ডাস্ট্রির একজন বর্ষীয়ান অ্যাকশন প্রশিক্ষক। জোয়ার (সিনেমাতে ক্যাটরিনার নাম) কাজের প্রশংসা শুনে তিনি দারুণ খুশি। উনি নিজে আমাকে বলেছেন, তোমার জন্য গর্বে বুক ফুলে যাচ্ছে। আমার জন্য গোটা বিষয়টা বেশ গর্বের। ’ 

মুক্তির দশম দিনে বিশ্বব্যাপী ৪০০ কোটির মাইলফলকে পৌঁছায় সিনেমাটি। মণীশ শর্মা পরিচালিত ‘টাইগার ৩’-এ সালমান খান ও ক্যাটরিনা ছাড়াও অভিনয় করেছেন ইমরান হাশমি। সিনেমাটির অন্যতম আকর্ষণ ‘পাঠান’ শাহরুখের উপস্থিতি। শাহরুখ খান এতে ক্যামিও হিসেবে হাজির হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
ইএসএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।