ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

বিনোদন

দর্শক আমার নাটক পছন্দ করছেন, এটাই বড় প্রাপ্তি: ইমু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২৪
দর্শক আমার নাটক পছন্দ করছেন, এটাই বড় প্রাপ্তি: ইমু

এ প্রজন্মের আলোচিত অভিনেত্রী ইমু শিকদার। একটা সময় টেলিভিশন সিরিয়ালে ব্যস্ত সময় পার করেছেন তিনি।

তবে গেল দুবছর ধরে একক নায়িকা হিসেবে নাট্য জগতে শক্ত অবস্থান তৈরি করতে সমর্থ হয়েছেন ইমু।

হাল সময়ে ইউটিউবে ভিউ নির্ভর নাটকে তার অসংখ্য নাটক কয়েক মিলিয়ন ভিউ রয়েছে। সেই জায়গা থেকে ইউটিউব কেন্দ্রিক নাটকে দিন দিন চাহিদা বাড়ছে ইমুর।  

ইমু শিকদার বলেন, দর্শক আমার অভিনীত নাটক পছন্দ করছেন। এটাই বড় প্রাপ্তি। একজন অভিনেত্রী হিসেবে সব ধরনের চরিত্রে অভিনয়ের জন্য আমি প্রস্তুত। এছাড়া একজন অভিনেত্রী হিসেবে ওটিটি বা নাটক সবখানেই সমানতালে কাজ করতে চাই।  

তিনি আরও বলেন, আমি খুব লাকি এত দর্শক আমার নাটক দেখেন। দর্শকের এই ভালোবাসার মূল্য দিতে আমি সব সময় প্রস্তুত। সামনে আরও অনেক ভালো কাজে আমাকে দেখতে পাবেন।  

ইমু শিকদার অভিনীত চোর যখন বাসর ঘরে, নবাব যখন ড্রাইভার, বান্ধবী যখন সতীন, গান পাগলা, ঝটপট নাণ্টু সার্ভিস, মেট্রোরেল কোচিং সেন্টার, শালা ভার্সেস দুলাভাই, সঙ-সার, বউ আমার অহংকার, প্রবাসী পাত্র, অ্যাকশন ভার্সেস রিঅ্যাকশনসহ অসংখ্য নাটক দর্শকরা দারুণভাবে গ্রহণ করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।