ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

বিনোদন

অবকাশ থেকে ফিরেই শুটিংয়ে নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, মার্চ ৫, ২০২৪
অবকাশ থেকে ফিরেই শুটিংয়ে নুসরাত ফারিয়া নুসরাত ফারিয়া

গত মাসে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয়েছিল নুসরাত ফারিয়াকে। দুদিন পরই কাজে ফিরেছিলেন।

চিকিৎসক তখন জানিয়েছিলেন, ফারিয়াকে কয়েকদিন বিশ্রাম নিতে হবে, না হলে পুরোপুরি সুস্থ হতে পারবেন না।  

চিকিৎসকের পরামর্শে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে অবকাশযাপনের জন্য তুরস্কে যান ফারিয়া। ইস্তাম্বুলে ১০ দিন কাটিয়ে ৩ মার্চ ঢাকায় ফেরেন তিনি। ফিরে পরদিনই নেমে পড়েছেন শুটিংয়ে।  

শুটিং প্রসঙ্গে ফারিয়া বলেন, এখন পুরোপুরি সুস্থ আমি। দেশে ফিরেই আর সময় নষ্ট করতে চাইনি। চলে এসেছি শুটিং ফ্লোরে। তবে কিসের শুটিং তা জানাতে চাননি তিনি।  

এর আগে গত ৮ ফেব্রুয়ারি হঠাৎ অচেতন হয়ে পড়লে দ্রুত রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ফারিয়াকে। অসুস্থতার পর সম্প্রতি তাকে একটি ব্রাইডাল কোম্পানির একটি ফটোশুটে দেখা গেছে।

তথ্য অনুযায়ী, এ কাজটি করেই তুরস্কে উড়াল দেন ফারিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই তিনি বেশ কিছু ছবি পোস্ট করেছেন। যেসব ছবিতে দেখা যায় ভ্যাকেশন মুডে আছেন তিনি। তুরস্কের ইস্তাম্বুল শহরের বিভিন্ন ঐতিহাসিক স্থানে ঘুরে বেড়াচ্ছেন। সেসব ছবি ফেসবুকে শেয়ারও করেছেন ফারিয়া।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।