ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

বিনোদন

চতুর্থ সন্তানের মা হলেন ‘ওয়ান্ডার ওম্যান’ অভিনেত্রী গ্যাল গ্যাডট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, মার্চ ৭, ২০২৪
চতুর্থ সন্তানের মা হলেন ‘ওয়ান্ডার ওম্যান’ অভিনেত্রী গ্যাল গ্যাডট

মা হলেন ‌‘ওয়ান্ডার ওম্যান’খ্যাত অভিনেত্রী গ্যাল গ্যাডট। বুধবার (০৬ মার্চ) কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী।

এ নিয়ে চতুর্থবারের মতো মাতৃত্বের স্বাদ পেলেন গ্যাডট। খবরটি জানান অভিনেত্রী নিজেই।

সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে হাসপাতাল থেকে নবজাতকের ছবি শেয়ার করেছেন ৩৮ বছর বয়সী এই হলিউড অভিনেত্রী। আর এতে ভক্তরা অবাক হয়েছেন। কেননা তারা জানতেন না যে তিনি গর্ভবতী ছিলেন।

হাসপাতালের বিছানা থেকে একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, আমার মিষ্টি মেয়ে, স্বাগতম। বাচ্চা নেওয়াটা সহজ ছিল না, অবশেষে সেটি আমরা পেরেছি। ওরি, তুমি আমাদের জীবনে এত আলো নিয়ে এসেছ, তোমার নামের মাঝেই আমাদের বেঁচে থাকা। হিব্রুতে ওরি অর্থ ‌‌‘আমার আলো’। আমাদের হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ। হাউজ অব গার্লসে স্বাগতম... বাবাও খুব খুশি।

২০০৮ সালে ব্যবসায়ী জেরন ভার্সানোকে বিয়ে করেন গ্যাল গ্যাডট। এর আগে তিন মেয়ে আলমা, মায়া ও ড্যানিয়েলার জনক-জননী ছিলেন তারা। এবার তাদের ঘর আলো করে এসেছে ওরি।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।