চলচ্চিত্র নির্মাতা শিল্পী চক্রবর্তী আর নেই। বৃহস্পতিবার (০৭ মার্চ) সন্ধ্যায় ‘রঙ্গীন উজান ভাটি’ সিনেমার এই পরিচালক পুরান ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
চলচ্চিত্র পরিচালক সমিতির সাংগঠনিক সচিব কবিরুল ইসলাম রানা তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। তিনি জানিয়েছেন, সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে শিল্পী চক্রবর্তী মারা গেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন শিল্পী চক্রবর্তী। ২০২২ সালে তার একবার স্ট্রোক হয়েছিল। এরপর থেকে শিল্পী চক্রবর্তী শারীরিকভাবে দুর্বল ছিলেন।
কবিরুল ইসলাম রানা বলেন, বুধবার রাতে তিনি (শিল্পী চক্রবর্তী) বাসায় মাথা ঘুরে পড়ে যান। সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার সকাল থেকে তাকে আইসিইউতে রাখা হয়। সন্ধ্যায় তিনি মারা যান।
শিল্পী চক্রবর্তী ‘বিনি সুতার মালা’, ‘উজান ভাটি’, ‘আমার আদালত’, ‘তোমার জন্য পাগল’, ‘সবার অজান্তে’, ‘চরমপত্র’, ‘মীমাংসা’র মতো সিনেমা উপহার দিয়েছেন।
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৪
এনএটি