ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

বিনোদন

সিটিসেল-চ্যানেল আই মিউজিকের বিচারকাজ শুরু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১০
সিটিসেল-চ্যানেল আই মিউজিকের বিচারকাজ শুরু

শুরু হয়েছে ষষ্ঠ সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডেসর বিচার কার্যক্রম। ২০০৯ সালে প্রকাশিত অডিও অ্যালবামের মধ্যে ষষ্ঠ সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডেসর জন্য জমা পড়া প্রায় ১২ হাজার গানের ওপর চলছে এ বিচার কার্যক্রম।



বিচারক হিসেবে এবার দায়িত্ব পালন করছেন সুধীন দাস, সোহরাব হোসেন, রেজওয়ানা চৌধুরী বন্যা, গাজী মাজহারুল আনোয়ার, হাশেম খান, মোস্তফা জামান আব্বাসী, ফরিদা পারভীন, শাকিলা জাফর, সুবীর নন্দী, খুরশীদ আলম, রফিকুজ্জামান, মনিরুজ্জামান, ফরিদা জামান, আলম খান, শেখ সাদী খান, আজাদ রহমান, নকীব খান, শাফিন আহমেদ, পার্থ বড়–য়া, রিনাত ফওজিয়া, খালিদ মাহমুদ মিঠুসহ দেশের খ্যাতনামা সঙ্গীতজ্ঞ ও শিল্পীরা।

পুরো অক্টোবরজুড়ে চলবে এ বিচার কার্যক্রম। আসছে ডিসেম্বরে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের দেওয়া হবে পুরস্কার।

বাংলাদেশ স্থানীয় সময় ১৭২০, অক্টোবর ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad