ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

বিনোদন

প্রেম টেকে না তৌসিফ-তটিনীর! 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, জুন ২৫, ২০২৪
প্রেম টেকে না তৌসিফ-তটিনীর! 

সদ্য ব্রেকআপের পর নতুন গার্লফ্রেন্ড খোঁজার জন্য মেয়েদের ম্যাসেঞ্জারে নক করছেন তৌসিফ। তার কাছে প্রেম বলে কিছু নেই, সবই ক্ষণিকের আকর্ষণ।

তাই তার কোনো সর্ম্পকই বেশি দিন টেকে না।

অন্যদিকে প্রচণ্ড রোমান্টিক মেয়ে তটিনী। অল্পতেই প্রেমে পড়ে যান তিনি। সারাক্ষই একটা ফ্যান্টাসির মধ্যে থাকেন। তবে তারও কোনো প্রেম বেশি দিন থাকে না। এমন গল্পে নির্মিত হয়েছে নাটক ‘যেখানে প্রেম নেই’।  

এখানে তৌসিফের চরিত্রের নাম সাগর, তটিনী অভিনয় করেছেন তন্নি চরিত্রে। মঙ্গলবার নাটকটি প্রচারে আসে। জামাল হোসেনের প্রযোজনায় এটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু।  

নাটকটি নিয়ে নির্মাতা বলেন, প্রেম ভালোবাসার সুন্দর একটি গল্প নিয়ে এ নাটকটি নির্মিত হয়েছে। এখানে দুটি চরিত্রের মধ্য দিয়ে বাস্তবতা ও কল্পনার চিত্রটি তুলে ধরার চেষ্টা করেছি। দর্শক পুরো নাটকটি দেখলে প্রেম-ভালোবাসার অনেক কিছু আবিস্কার করতে পারবে।

‘যেখানে প্রেম নেই’ নাটকের চিত্রনাট্য করেছেন অর্ক মোস্তফা। এতে আরও অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, মনিরা ইউসুফ মেমী, সৈয়দ নওশীন ইসলামসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, জুন ২৫, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।