ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বুলবুলের গান দিয়ে যাত্রা শুরু জাজ মিউজিকের

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৪
বুলবুলের গান দিয়ে যাত্রা শুরু জাজ মিউজিকের

কিংবদন্তি গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল ২০১৯ সালের ২২ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান।  মৃত্যুর পরেও তার বেশ কয়েকটি অপ্রকাশিত গান প্রকাশ হয়েছিল।

৩০ সেপ্টেম্বর প্রকাশ হতে যাচ্ছে বুলবুলের আরেকটি নতুন গান ‘তুমি নদী প্রেমের নদী’।

গানটি দিয়েই যাত্রা শুরু করতে যাচ্ছে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার গানের ইউটিউব চ্যানেল ‘জাজ মিউজিক’।

চ্যানেলটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন জাজের কর্ণধার আব্দুল আজিজ। তিনি বলেন, আহমেদ ইমতিয়াজ বুলবুল আমাদের গানের জগতের এক উজ্জ্বল নক্ষত্র। গানের মাধ্যমে তিনি হাজার বছর বেঁচে থাকবেন। আমরা তাকে সম্মান জানিয়েই গানের চ্যানেলটি চালু করছি।

তিনি আরও বলেন, এ গানটি বুলবুল ভাই নতুন একজন শিল্পীকে দিয়ে গাইয়েছিলেন। আমি জানি না সেই গায়িকা কে। যদি জানতে পারি অবশ্যই তার নাম গানে সংযুক্ত করব।

চ্যানেলটি নিয়মিত গান প্রকাশ করবে বলেও জানান আজিজ। তিনি বলেন, আমরা চেষ্টা করব প্রতি সপ্তাহে অন্তত একটা নতুন গান করার। চলচ্চিত্রে জাজ সব সময় নতুন মুখ উপহার দিয়েছে। বাপ্পী চৌধুরী, মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া, সিয়াম আহমেদসহ অনেকেই এখন প্রতিষ্ঠিত। গানের ক্ষেত্রেও আমরা নতুনদের প্রাধান্য দিতে চাই। যারা নতুন, ভালো গান করেন তারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা নিজেদের খরচেই গান তৈরি করব। আশা করছি, চলচ্চিত্রের মতো গানেও আমরা বেশ কয়েকজন নতুন শিল্পীকে প্রতিষ্ঠিত করতে পারব।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।