ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বিনোদন

পিজিতের ‘মা এলো’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৪
পিজিতের ‘মা এলো’ ...

চট্টগ্রামের ছেলে পিজিত মহাজন। গানের পাশাপাশি ব্যস্ত মানবিক কাজে।

দুর্গাপূজায় পিজিতের কণ্ঠে প্রকাশ পেলো ‘মা এলো’ শিরোনামের গান।  

এই গানে বলা হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা।  গানের গীতিকার পরীক্ষিত বালা ও পিজিত। পরীক্ষিত বালার সুরে সংগীতায়োজন করেছেন শুভ ও আয়নান। শেখ শাদী’র চিত্রধারণে সম্পাদনা করেছেন বাপন। ডিজাইনে সৈকত ও গানের পোস্টারে দুর্গার অবয়বে মৌ।

গানটি মঙ্গলবার (৮ অক্টোবর) পঞ্চমীতে পিজিত মহাজনের অফিসিয়াল ইউটিউব ও ফেসবুকে প্রকাশ পেয়েছে।  

পিজিত বলেন, শৈশবে মায়ের মুখে অনেক শুনতাম এ গানটি, যতটুকু মনে আছে তার সাথে নিজেও একটি সম্প্রীতি সম্পর্কিত অন্তরা যোগ করেছি। আমাদের দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার। সবার মাঝে সম্প্রীতি জাগ্রত হোক। আশাকরি গানটি সবার ভালো লাগবে।  

কালীপূজায় জনপ্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তী এবং পিজিত মহাজনের গাওয়া ‘মধ্যবিত্ত’ গানের প্রকাশনা উৎসব হবে বলে জানান পিজিত।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২৪ 
এসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।