ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রিয়েলিটি শো’র বিচারক নাজনীন হাসান খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
রিয়েলিটি শো’র বিচারক নাজনীন হাসান খান

রিয়েলিটি শোর বিচারক হিসেবে কাজ শুরু করেছেন পরিচালক ও প্রযোজক নাজনীন হাসান খান। জানা গেছে, ‘মি. এন্ড মিস গ্ল্যামার লুকস-২০২৪’-এর প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

এরই মধ্যে এর বিচারকার্য শুরু হয়েছে।

নাজনীন হাসান খান বলেন, দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাগুলোকে তুলে ধরতে একটা ফ্ল্যাটফর্ম দরকার। আর সেই সুযোগ করে দিচ্ছে ‘মিস্টার এন্ড মিস গ্ল্যামার লুকস’। এই শো’তে অংশগ্রহণ করা প্রত্যেক প্রতিযোগী (ছেলে-মেয়ে) খুবই মেধাবী ও কর্মঠ। এই রিয়েলিটি শো’র মাধ্যমে  চিত্রনাট্য তৈরি, অভিনয়, আবৃত্তি, নাচ-গান, র‌্যাম্প শো, বিভিন্ন বিষয়ে প্রত্যেককে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যাতে করে এখান থেকে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় থেকে সপ্তম স্থান অর্জন করবে তারা ভালো কিছু করতে পারে।  

নাজনীন হাসান খান আরও বলেন, বিচারক হিসেবে আমার ওপর কর্তৃপক্ষ আস্থা রাখার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং দায়িত্ব পেয়ে আমি খুবই উচ্ছ্বসিত।

উল্লেখ্য, প্রতিযোগীগণ গেল ১৭ অক্টোবর থেকে প্রতিযোগীতায় অংশগ্রহণ করছে। কয়েক হাজার প্রতিযোগী থেকে ৩৬ জনকে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত করা হয়। বর্তমানে এই ১৮ জনকে চিত্রনাট্য তৈরি, অভিনয়, নাচ-গান,  র‌্যাম্প শো, আবৃত্তিসহ শিল্পের নানা কৌশল নিয়ে গ্রুমিং করা হচ্ছে। চূড়ান্ত পর্বে মেধাবী ৩ জনকে বিজয়ী নির্বাচিত করবেন।  

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।