একক নাটক ও টেলিছবিতে সময় পেলেই অভিনয় করেন পূর্ণিমা। তবে ধারাবাহিক নাটকে তাকে দেখা যায় না।
দীর্ঘ দিন পর আবারও তাকে নতুন একটি ধারাবাহিক নাটকে দেখা যাবে। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নাটকটির নাম ‘ইডিয়ট’স। শনিবার থেকে চ্যানেল নাইনে নাটকটির প্রচার শুরু হচ্ছে। প্রতি শনিবার, রবিবার ও সোমবার রাত ১০ টা ৩০ মিনিটে নাটকটি প্রচার হবে।
নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, বিন্দু, রাখি, নিশো, কল্যান, অহনা, রিচি সোলায়মান, শ্যামল, রুমেল, ভাবনা, সিদ্দিক, নুজহাত, নাইম, মৌসুমী হামিদ, আমিরুল হক চৌধুরী, ফারুক আহমেদ, শাহানাজ খুশি, ডা: এজাজুল ইসলাম, জয় রাজ, ফজলুর রহমান বাবু, জিএম, শহিদুল ইসলাম, সোহেল খান, কচি খন্দকার, রিফাত চৌধুরী, শবনম পারভীন প্রমুখ।
বাংলাদেশ সময় : ১৪৩২ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১২
গোরা eic@banglanews24.com