ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কাল থেকে পূর্ণিমা অভিনীত ধারাবাহিক

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১২
কাল থেকে পূর্ণিমা অভিনীত ধারাবাহিক

একক নাটক ও টেলিছবিতে সময় পেলেই অভিনয় করেন পূর্ণিমা। তবে ধারাবাহিক নাটকে তাকে দেখা যায় না।

জাহিদ হাসানের পরিচালনায় ‘লাল নীল বেগুনী’ নাটকে এ চলচ্চিত্র অভিনেত্রীকে দেখা গিয়েছিল।

দীর্ঘ দিন পর আবারও তাকে নতুন একটি ধারাবাহিক নাটকে দেখা যাবে। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নাটকটির নাম ‘ইডিয়ট’স। শনিবার থেকে চ্যানেল নাইনে নাটকটির প্রচার শুরু হচ্ছে। প্রতি শনিবার, রবিবার ও সোমবার রাত ১০ টা ৩০ মিনিটে নাটকটি প্রচার হবে।

নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, বিন্দু, রাখি, নিশো, কল্যান, অহনা, রিচি সোলায়মান, শ্যামল, রুমেল, ভাবনা, সিদ্দিক, নুজহাত, নাইম, মৌসুমী হামিদ, আমিরুল হক চৌধুরী, ফারুক আহমেদ, শাহানাজ খুশি, ডা: এজাজুল ইসলাম, জয় রাজ, ফজলুর রহমান বাবু, জিএম, শহিদুল ইসলাম, সোহেল খান, কচি খন্দকার, রিফাত চৌধুরী, শবনম পারভীন প্রমুখ।

বাংলাদেশ সময় : ১৪৩২ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১২
গোরা [email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।