ঢাকা: বালামের সর্বশেষ একক অ্যালবাম ‘বালাম-থ্রি’ প্রকাশিত হয় ২০১০ সালের শুরুতে। এরপর আসি আসি করেও বালামের আর কোনো একক অ্যালবাম বাজারে আসেনি।
এবার পহেলা বৈশাখকে সামনে রেখেই প্রকাশ হতে যাচ্ছে বালামের চতুর্থ একক অ্যালবাম ‘ভূবন’।
এবারই প্রথম নিজের নামের বাইরে এসে অ্যালবামের নাম দিলেন জনপ্রিয় এ গায়ক, সুরকার ও সংগীত পরিচালক।
অ্যালবামটিতে মোট গান থাকছে দশটি। গানগুলোর শিরোনাম ‘ও আকাশ’, ‘অচিন’, ‘জানলে না’, ‘একটু শোনো না’, ‘অনুতাপ’, ‘লুকোচুরি-২’, ‘স্বপ্ন’, ‘দিও না ফিরিয়ে’, ‘ডানা মেলে’ এবং ‘দিন চলে যায়’।
বালাম বলেন, ‘তিন বছরেরও বেশি সময় ধরে গানগুলো তৈরি করেছি। নিজের মনের মতো গান তৈরি করতেই এ সময় নেওয়া। এখন মনে হচ্ছে ভালো কিছু দাঁড়িয়েছে। তাই প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। ’
বালাম আরো জানান, ‘এ অ্যালবামে অ্যাকুয়িস্টিক সাউন্ডের ওপর বেশি গুরুত্ব দিয়েছি। আশা করছি বৈশাখের প্রথম সপ্তাহেই অ্যালবামটি আমার ভক্ত-শ্রোতাদের হাতে তুলে দিতে পারব। ’
‘ভূবন’ অ্যালবামে নতুন কি থাকছে এ প্রসঙ্গে বালাম বলেন, ‘আগের অ্যালবামগুলোত আমি মূলত পপ ধারার গানই বেশি করেছি। এবার তা থেকে বেরিয়ে এসেছি। শ্রোতারা শুনলেই সেটা বুঝতে পারবেন। ’
‘ভূবন’ অ্যালবামটি প্রকাশ করবে নতুন একটি প্রযোজনা প্রতিষ্ঠান। তবে প্রতিষ্ঠানটির নাম এখনি প্রকাশ করতে চান না বালাম।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৩
এমকে/একেএ