ঢাকা, বুধবার, ১২ চৈত্র ১৪৩১, ২৬ মার্চ ২০২৫, ২৫ রমজান ১৪৪৬

বিনোদন

আলটিমেট ওয়ার্ল্ড কাপ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, মে ২০, ২০১৪
আলটিমেট ওয়ার্ল্ড কাপ ছবি: কাজী সাবির এবং মারিয়া নূর

চ্যানেল টোয়েন্টিফোর এ প্রতিদিন রাত ৮ টা ৩০ মিনিটে সরাসরি প্রচারিত হচ্ছে ‘নিটল টাটা আলটিমেট ওয়ার্ল্ড কাপ’। কাজী সাবির এবং মারিয়া নূরের উপস্থাপনায় আগামী ব্রাজিল বিশ্বকাপ ফুটবল ২০১৪ কে কেন্দ্র করে এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে।



এতে থাকছে দর্শকের জন্য বিভিন্ন কুইজ, যার উত্তর দিয়ে জিতে নিতে পারেন রকমারী উপহার। প্রতিদিন অতিথি হিসেবে থাকছেন বিভিন্ন ক্ষেত্রের সেলিব্রেটিরা। এ পর্যন্ত অতিথি হয়ে অনুষ্ঠানে অংশ নিয়েছেন পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকী, চিত্রনায়ক ফেরদৌস। এক্সপার্ট এনালিস্ট হিসেবে প্রতিদিন থাকছেন সাইফুল বারী টিটু। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অনুপম ফকির ও আকরামুল হক শিপলু।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মে ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।