ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পাকিস্তানের লাহোরে ‘গাড়িওয়ালা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪
পাকিস্তানের লাহোরে ‘গাড়িওয়ালা’ ‘গাড়িওয়ালা’ ছবির একটি দৃশ্য

চতুর্থ এথেন্স আন্তর্জাতিক ডিজিটাল চলচ্চিত্র উৎসবের পরই ‘গাড়িওয়ালা’ ছবিটি যাচ্ছে পাকিস্তানে। ২৫ থেকে ২৭ ডিসেম্বর লাহোরের অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে প্রদর্শনের জন্য এটি নির্বাচিত হয়েছে।

পাকিস্তানের বিখ্যাত নাট্যগুরু রাফি পীরের নামে উৎসবটির নাম রাখা হয়েছে।

‘গাড়িওয়ালা’ পরিচালনা করেছেন আশরাফ শিশির। তিনি বলেন, ‘আমার ছবিটি ভারত-আরব সাগর পেরিয়ে গ্রিক সভ্যতা গিয়েছে। এরপর এবার পাকিস্তানে। বেশ ভালো লাগছে। আশা করছি, ছবিটি আরও কিছু দেশে আমন্ত্রণ পাবে। সব ঠিক থাকলে এই শীতেই বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে গাড়িওয়ালা। ’

সরকারি অনুদানে নির্মিত ছবিটির প্রধান দুটি চরিত্রে অভিনয়করেছেন রাইসুল ইসলাম আসাদ ও রোকেয়া প্রাচী। এ ছাড়াও আছেন মাসুম আজিজ, ইমরান, ফারুক, আবদুর রহমান রাজীব, আরজে মুকুল, সাকি ফারজানাসহ ৪০০ নাট্যকর্মী।

গ্রিসের আগে গত ১৯ থেকে ২৪ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত শারজাহ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব এবং গত ৯ থেকে ১৭ নভেম্বর অনুষ্ঠিত ২০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘গাড়িওয়ালা’। এ ছাড়া পর্তুগালের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘আভানকা ২০১৪’তে ট্রেলার ইন মোশন বিভাগে মনোনীত হয় ছবিটি।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।