ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সুচিত্রা সেনের অজানা গল্প

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪
সুচিত্রা সেনের অজানা গল্প সুচিত্রা সেন

এদেশে জন্ম নিয়েছেন এমন বহু গুণীজন, যারা স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। অনেকের খ্যাতি দেশ ছাড়িয়ে পৌঁছে গেছে সারা বিশ্বে।

এ প্রজন্মের কাছে তাদের অনেকেই অচেনা হয়তো। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঐ সব বিখ্যাত মানুষগুলোর বসত ভিটার চিহ্ন এখনো স্পষ্ট। কিন্তু সময়ের ধারাবাহিকতায় নতুন প্রজন্ম ভুলে যাচ্ছে এ সব বিখ্যাত মানুষদেরকে। তাদের নিয়েই প্রামাণ্যচিত্র ‘বাঙালি বিশ্বজুড়ে’।

এবারের পর্বে থাকছে ‘সুচিত্রিতা’। কিংবদন্তী অভিনেত্রী সুচিত্রা সেনের বংশ পরিচয়, বেড়ে ওঠা, কর্ম ও সাফল্যগাঁথা স্থান পাবে এ পর্বে। তার সম্পর্কে বলবেন বলিউডের বিখ্যাত সঙ্গীত পরিচালকরা। উঠে আসবে সুচিত্রা সেন সম্পর্কে অনেক অজানা তথ্য।

‘বাঙালি বিশ্বজুড়ে’ প্রচার হচ্ছে জিটিভিতে। সুচিত্রা সেনের পর্বটি প্রচার হবে ২৪ ডিসেম্বর রাত ৮টা ৫ মিনিটে।

বাংলাদেশ সময় : ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।