অভিনেত্রী আর পরিচালনাই শুধু নয়, কাজ আদায় করে নিতে অপহরণকারীও হয়ে গেলেন অ্যাঞ্জেলিনা জোলি। নিজের পরিচালিত ‘আনব্রোকেন’ ছবির জন্য গান তৈরি করাতে ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের গায়ক ক্রিস মার্টিনকে অপহরণ করেছিলেন তিনি।
‘আনব্রোকেন’ হলো পরিচালক হিসেবে জোলির দ্বিতীয় ছবি। এর জন্য মার্টিনকে দিয়ে গান করানোর জন্য মরিয়া হয়ে ওঠেন ৩৯ বছর বয়সী এই মার্কিন তারকা। ভালটার সাময়িকীকে ক্রিস জানান, একদিন তাকে জোলি এসএমএস করে বলেন, ‘যে জায়গায় দেখা করবে তা কাউকে বলা যাবে না। তোমাকে চোখ বেঁধে নিয়ে আসবেন সাত সদস্যের প্রাক্তন নৌযোদ্ধারা। ’
সত্যিই মার্টিনকে মাথা ঠেকিয়ে চোখে স্প্রে দিয়ে অপহরণ করে নিয়ে যাওয়া হয় গোপন জায়গায়। জেগে ওঠার পর তিনি নিজেকে একটি অফিসে আবিষ্কার করেন। এরপরই এক বিশালদেহী লোক তার গলায় ছুরি ধরে বসে। পাশেই জোলির স্বামী ব্র্যাড পিট বুক-ডন দিচ্ছিলেন। সামনে বসে থাকা জোলি বলেন, ‘আমার জন্য গান বানাও, নয়তো…!’
পুরো আবহের মধ্যে জোলি-পিট অভিনীত ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ ছবির ছায়া দেখছিলেন ক্রিস মার্টিন। ঘটনাটি তার কাছে বেশ মজার মনে হয়েছে। এরপর তিনি তৈরি করেছেন ‘মিরাকেলস’ শিরোনামের একটি গান।
‘আনব্রোকেন’ মুক্তি পাবে আগামী ২৫ ডিসেম্বর। তবে জলবসন্ত রোগে আক্রান্ত হওয়ায় ছবিটির সব প্রিমিয়ারে জোলির জায়গায় অংশ নিচ্ছেন পিট।
* ‘মিরাকেলস’ গানের ভিডিও :
বাংলাদেশ সময় : ১৬২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪