তিনি কে? পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, এও-ওর ঘরে যখন তখন আড্ডা দেয়; তাকেই তো বলে ‘পাড়া বেড়ানো বুড়ি’। এবার রীতিমতো ঘোষণা দিয়ে পাড়া বেড়াতে নেমেছেন সুষমা সরকার।
আসলে ‘পাড়া বেড়ানো বুড়ি’ দেশ টিভির নতুন অনুষ্ঠান। অনুষ্ঠানের ধরণ হচ্ছে, উপস্থাপিকা সহ গোটা ইউনিট গিয়ে হাজির হবেন কোন তারকার বাড়িতে। তার পরিবারের সঙ্গে আড্ডা দেবেন। আড্ডার ফাঁকে খেলা চলবে। প্রত্যেকে খেলায় অংশ নেবেন যারা, তাদের জন্য থাকবে পুরস্কার। ‘পাড়া বেড়ানো বুড়ি’ শুরু হচ্ছে ২৩ ডিসেম্বর থেকে। প্রযোজক সুমন সাহা।
সুষমা সরকারের পাড়া বেড়ানো শুরু হচ্ছে সংগীতশিল্পী ফাতেমা তুজ জহুরার বাড়ি থেকে। ২৩ ডিসেম্বর রাত ৭টা ৪৫ মিনিটে দেশ টিভিতে প্রচার হবে এ পর্বটি।
বাংলাদেশ সময় : ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪