১৯৬৫ সালের ২৫ ডিসেম্বর যাত্রা শুরু করে বিটিভি। তখন থেকেই এ চ্যানেলটির সঙ্গে শিশুশিল্পী হিসেবে যুক্ত ছিলেন ফরিদুর রেজা সাগর।
২৩ ডিসেম্বর দুপুরে ওয়েস্টিন হোটেলে বইটির প্রকাশনা অনুষ্ঠান হয়ে গেলো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ছিলেন আবদুল্লাহ আবু সায়ীদ, মুস্তাফা মনোয়ার, শাইখ সিরাজ, মামুনুর রশীদ, জুয়েল আইচ, ফরিদুর রেজা সাগর, মুস্তাফা জামান আব্বাসী প্রমুখ। সভাপতিত্ব করেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক।
আলোচনায় বক্তারা ‘বাংলা টেলিভিশনের ৫০ বছর’ গ্রন্থটিকে বাংলাদেশের টেলিভিশনের ইতিহাসে অবিস্মরণীয় সাক্ষী হিসেবে অভিহিত করেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফারজানা ব্রাউনিয়া। বইটি বাজারে এনেছে অন্যপ্রকাশ।
ফরিদুর রেজা সাগর এর আগে বাংলাদেশে টেলিস্ট্রিয়াল থেকে স্যাটেলাইট যুগে টেলিভিশনের উত্তরণ ও পথচলা নিয়ে লিখেছেন ‘টেলিভিশন আরেক জীবনে’ গ্রন্থ। এ বিষয়ে রয়েছে তার আরেকটি বই- ‘এক জীবনে টেলিভিশন’। চ্যানেল আইয়ের এই ব্যবস্থাপনা পরিচালক এখনও টেলিভিশন মাধ্যমের সঙ্গে জড়িয়ে আছেন।
** ফরিদুর রেজা সাগরের ‘বাংলা টেলিভিশনের ৫০ বছর’ প্রকাশিত
বাংলাদেশ সময় : ১৭৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪