ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বৃদ্ধের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে মল্লিকার অস্বস্তি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪
বৃদ্ধের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে মল্লিকার অস্বস্তি মল্লিকা শেরাওয়াত

এ কি! এ যে দেখছি ভূতের মুখে রাম রাম! বলিউডে অভিষেকের পর থেকে যিনি পর্দায় নিয়মিতই অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন, সেই মল্লিকা শেরাওয়াত সহশিল্পীর সঙ্গে ক্যামেরার সামনে ঘনিষ্ঠ হতে অস্বস্তি বোধ করলেন! ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী শেষ করেছেন ‘ডার্টি পলিটিক্স’ ছবির কাজ। এতে ৬৪ বছর বয়সী প্রবীণ অভিনেতা ওম পুরির সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের দৃশ্যে দেখা যাবে তাকে।

এই দৃশ্যে অভিনয় করতে গিয়ে মোটেও স্বস্তি পাননি বলে স্বীকার করেছেন তিনি।

২১ ডিসেম্বর ‘ডার্টি পলিটিক্স’-এর ট্রেলার উন্মুক্ত করার অনুষ্ঠানে অন্য কলাকুশলীদের সঙ্গে মল্লিকাও ছিলেন। এখানেই তিনি বলেন, ‘কাজটি করতে গিয়ে মোটেও স্বস্তি পাচ্ছিলাম না। তবে আমাকে স্বাভাবিক করেছেন ওম পুরি। ’

কেসি বোকাডিয়া পরিচালিত ছবিটি তৈরি হয়েছে ভানওয়ারি দেবীর চাঞ্চল্যকর ঘটনা অবলম্বনে। এতে ওম পুরি অভিনয় করেছেন রাজনীতিবিদ চরিত্রে। আর মল্লিকাকে দেখা যাবে উচ্চাভিলাষী ও লোভী নারী আনোখি দেবীর ভূমিকায়। সাফল্যের ডানায় চড়তে নিজের যৌন আবেদন ব্যবহার করে সে। দরিদ্র পরিবারে বেড়ে ওঠা মেয়েটির প্রতি দুর্বল হয়ে পড়েন এক রাজনীতিক। এ সুযোগের সদ্ব্যবহার করে আনোখি।

‘ডার্টি পলিটিক্স’-এ আরও অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ, অনুপম খের, জ্যাকি শ্রফ ও রাজপাল যাদব। ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ১৩ ফেব্রুয়ারি।

* ‘ডার্টি পলিটিক্স’ ছবির ট্রেলার :


বাংলাদেশ সময় : ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।