আরব্য রজনীর রূপকথা ‘আলীবাবা ও চল্লিশ চোর’-এর চরিত্রগুলো যাচ্ছে চট্টগ্রাম। আলীবাবা, মর্জিনা, আবদুলা, কাসেম, ফাতেমা, সখিনা- সেখানে এ চরিত্রগুলো গানে, সংলাপে, নৃত্যে আবার তুলে আনবেন পুরনো রূপকথা।
‘আলীবাবা ও চল্লিশ চোর’ অবলম্বনে নৃত্যনাট্য ‘বাঁদী-বান্দার রূপকথা’ মঞ্চে এনেছে সৃষ্টি কালচারাল সেন্টার। ৫ ডিসেম্বর শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় এর প্রথম মঞ্চায়ন হয়। ঢাকা মাতিয়ে নৃত্যনাট্যটি এবার যাচ্ছে চট্টগ্রামে।
সেখানকার ফৌজদারহাট ক্যাডেট কলেজে ২৬ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে মঞ্চায়ন হবে ‘বাঁদী-বান্দার রূপকথা’র। অংশ নিতে আগের দিন ৮০ সদস্যের একটি দল রওনা দেবেন ঢাকা থেকে।
‘বাঁদী-বান্দার রূপকথা’র নৃত্য ভাবনা ও পরিচালনা করেছেন সুকল্যাণ ভট্টাচার্য। চিত্রনাট্য লিখেছেন শঙ্কর তালুকদার। নৃত্য সহযোগী সহেলী মহাপাত্র। প্রধান নৃত্যশিল্পী হিসেবে আছেন শিবলী মোহাম্মদ, শামীম আরা নীপা, আনিসুল ইসলাম হিরু, সুকল্যাণ ভট্টাচার্য, ডলি ইকবাল, সাবরিন নিসা, আবুল হাসান তপন, মোহ-তামিমুল হক তামিম, গোলাম রব্বানি ইমরান ও রানা ওয়াদুদ। গানে কণ্ঠ দিয়েছেন অন্বেষা, শ্রীকান্ত আচার্য, নচিকেতা, লোপা মুদ্রা মিত্র, অরিজিত চক্রবর্তী, জয়তী চক্রবর্তী, মনোময় ভট্টাচার্য ও রাঘব চ্যাটার্জি। সঙ্গীত পরিচালনায় জয় সরকার।
বাংলাদেশ সময় : ১৯৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪