আগামী বছরের মার্চ এলেই জেরিন খানের ‘ননসেন্স’ সময় শুরু হবে! এটি তার নতুন ছবির নাম। নিজের ঝুলিতে ‘বীর’ (সালমান খান), ‘হাউসফুল টু’র (অক্ষয় কুমার) মতো আলোচিত ছবি থাকলেও দুই বছর ধরে রূপালি পর্দা থেকে উধাও তিনি।
এতদিন মানসম্পন্ন ছবি পাননি বলেই হাতে কাজ নেননি জেরিন। এখন থেকে আর শুধু ছবির অলঙ্কার হয়ে থাকতে রাজি নন ২৭ বছর বয়সী এই অভিনেত্রী। চরিত্রের গুরুত্ব দেখলেই শুধু ছবিতে চুক্তিবদ্ধ হতে চান তিনি।
জানা গেছে, ‘ননসেন্স’ হবে হাসির ছবি। ভূষাণ কুমারের প্রযোজনায় এটি পরিচালনা করবেন অশ্বিন শেঠি। এতে জেরিনের দুই সহশিল্পী শারমান জোশি ও বীর দাস। জেরিন এখন মার্চের অপেক্ষায় তাকিয়ে আছেন।
বাংলাদেশ সময় : ২১০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪