ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

চট্টগ্রামে তির্যক নাট্যমেলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪
চট্টগ্রামে তির্যক নাট্যমেলা

তির্যক নাট্যদলের ৪০ বছর পূর্তি হচ্ছে এ বছর। এ উপলক্ষে বছরব্যাপী কর্মযজ্ঞ হাতে নিয়েছে দলটি।

এর অংশ হিসেবে ২৪ থেকে ২৭ ডিসেম্বর চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে চারদিনের নাট্যমেলার আয়োজন করেছে তারা।

এ ৪দিন প্রদর্শিত হবে চারটি নাটক। প্রথমদিন সন্ধ্যা সাড়ে ৬টায় থাকছে রবীন্দ্রনাথের ‘রক্তকরবী’। নির্দেশনা দিচ্ছেন আহমেদ ইকবাল হায়দার। পরদিন একই সময়ে সফোক্লিসের ‘ইডিপাস’ প্রদর্শিত হবে। আরও থাকছে রবীন্দ্রনাথের ‘বিসর্জন’ ও মাইকেল মধুসূদন দত্তের ‘বুড়ো সালিকের ঘাড়ে রোঁ’। আরও থাকছে সম্মাননা প্রদান, আবৃত্তি, নৃত্য ও সংগীতানুষ্ঠান।

১৯৭৪ সালে যাত্রা শুরু করেছিলো তীর্যক নাট্যদল। পথচলার শুরুর দিকের ৪জনকে এ নাট্যমেলায় সম্মাননা জ্ঞাপন করা হবে। তারা হলেন খালেদা ফেরদৌস, তপন ভট্টাচার্য, ইসতিয়াক বাবু ও ইখতিয়ার উদ্দিন আবু।

বাংলাদেশ সময় : ২১০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।