সিমলার পাহাড়ী শহরের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের আইডি কার্ডে পাওয়া গেলো রণবীর কাপুরের ছবি। কিন্তু পরিচয়পত্রে তার নাম উল্লেখ করা হয়েছে বেদ সাহানি।
ইমতিয়াজ আলির ‘তামাশা’য় এমনটি দেখা যাবে। এতে রণবীরের সহশিল্পী দীপিকা পাড়ুকোন। প্রেম ভেঙে যাওয়ার পর এ নিয়ে দ্বিতীয়বার জুটি বাঁধলেন তারা। অ্যাস্টেরিক্স ও ওবেলিক্স কমিকস প্রিয় দুই তরুণ-তরুণীকে ঘিরেই ছবিটির গল্প। তাদের আগের ছবি ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ বক্স অফিস কাঁপিয়েছে। ‘তামাশা’ মুক্তি পাবে আগামী বছরের ডিসেম্বরে।
বাংলাদেশ সময় : ২১২২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪