ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রণবীর কাপুরের আইডি কার্ড

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪
রণবীর কাপুরের আইডি কার্ড

সিমলার পাহাড়ী শহরের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের আইডি কার্ডে পাওয়া গেলো রণবীর কাপুরের ছবি। কিন্তু পরিচয়পত্রে তার নাম উল্লেখ করা হয়েছে বেদ সাহানি।

রণবীরের মতো দেখতে ছেলেটা পড়ছে ১৯৯২ সালের ব্যাচে বি.টেক কম্পিউটার সায়েন্সে। ঘটনা কী?

ইমতিয়াজ আলির ‘তামাশা’য় এমনটি দেখা যাবে। এতে রণবীরের সহশিল্পী দীপিকা পাড়ুকোন। প্রেম ভেঙে যাওয়ার পর এ নিয়ে দ্বিতীয়বার জুটি বাঁধলেন তারা। অ্যাস্টেরিক্স ও ওবেলিক্স কমিকস প্রিয় দুই তরুণ-তরুণীকে ঘিরেই ছবিটির গল্প। তাদের আগের ছবি ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ বক্স অফিস কাঁপিয়েছে। ‘তামাশা’ মুক্তি পাবে আগামী বছরের ডিসেম্বরে।

বাংলাদেশ সময় : ২১২২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।