ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সময়ের প্রয়োজনে আবারও ‘পাংশু’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪
সময়ের প্রয়োজনে আবারও ‘পাংশু’ দৃশ্য : ‌‘পাংশু’

২০০১ সালের ২৩ ডিসেম্বরের ঘটনা। নারায়নগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের ছাত্রী সিমা বানু সিমি পৃথিবী থেকে বিদায় নেন।

বখাটেদের অব্যাহত অত্যাচারে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হন তিনি। সে বছরই রচিত হয় নাটক ‘পাংশু’। এতে উঠে আসে সিমির কথা।

নাটকটির প্রথম প্রদর্শনী হয় ২০০২ সালের ৫ ফেব্রুয়ারী কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর বন্ধ ছিলো অনেকদিন। ‘পাংশু’ আবারও ফিরে আসছে। মঞ্চে আনছে সাত্ত্বিক নাট্য সম্প্রদায়। নির্দেশনা দিচ্ছেন সগীর মোস্তফা। এটি লিখেছিলেন তিনিই।

২৩ ডিসেম্বর দুপুর সাড়ে ৩টায় মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে ‘প্রতিবাদী নাট্য আয়োজনে’ মঞ্চস্থ হবে ‘পাংশু’।

বাংলাদেশ সময় : ২১৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।