আমির খানের ‘পিকে’ ছবিটি নিয়ে দর্শকদের কৌতুহল ছিল সবচেয়ে বেশি। রাজকুমার হিরানি পরিচালিত এ ছবিটি চারদিনে আয় করেছে ১১৬.৬৩ কোটি রুপি।
এ ছবিতে আমির খানের নায়িকা হিসেবে আছেন আনুশকা শর্মা। তিনি তার টুইটারে ভক্তদের উদ্দেশ্য করে লিখেছেন, ‘তোমাদের আমার অন্তরস্থল থেকে ভালোবাসা। পিকে মুক্তির পর থেকে চারদিকে তোমাদের যে সাড়া পাচ্ছি, তা সত্যিই আমাকে আবেগপ্রবণ করে তুলেছে। ’
১৯ ডিসেম্বর ‘পিকে’ ছবিটি মুক্তি পায়। ছবিতে মোট সাতটি গান রয়েছে। গানগুলোর সংগীত পরিচালনা করেছেন শান্তনু মৌত্র, অজয়-অতুল, অঙ্কিত তিওয়ারি ও রাম সম্পত।
বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪