ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বাচসাস পুরস্কার ২০১৪

আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন তিন তারকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪
আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন তিন তারকা রাজ্জাক, কবরী, চাষী নজরুল ইসলাম ও শহীদুল ইসলাম খোকন

গত পাঁচ বছর দেওয়া হয়নি বাচসাস পুরস্কার। তাই এবার একসঙ্গে পাঁচ বছরের পুরস্কার দেওয়া হবে।

এছাড়াও এ বছর চলচ্চিত্রের ১৭টি বিভাগে প্রদান করা হবে ৩৮তম বাচসাস(বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি) পুরস্কার। এরমধ্যে রাজ্জাক, কবরী, চাষী নজরুল ইসলাম পাচ্ছেন আজীবন সম্মাননা।

২৭ ডিসেম্বর বসতে যাচ্ছে বাচসাস পুরস্কারের এ আসর। এ ছাড়া বিশেষ সম্মাননা দেওয়া হবে নির্মাতা শহীদুল ইসলাম খোকনকে। খবরটি নিশ্চিত করেছেন বাচসাস সভাপতি আবদুর রহমান।

তিনি বাংলানিউজকে বলেন, ‘রাজ্জাক, কবরী ও চাষী নজরুল ইসলামের অবদান অনেক। বাংলাদেশি চলচ্চিত্রে তাঁদের অসামান্য অবদানের জন্য আমাদের জুরি বোর্ড চলচ্চিত্রের এই তিন দিকপালকে আজীবন সম্মাননা প্রদানের ব্যাপারে সম্মত হয়েছে। ’

রাজ্জাক বাংলানিউজকে বলেন, ‘আগে বাচসাস পুরস্কারই সবচেয়ে বড় পুরস্কার ছিল। আমরা শিল্পীরা সবসময় অপেক্ষা করতাম এ পুরস্কারের জন্য। মাঝে বেশকিছু সময় পর আবারো এ পুরস্কারের আয়োজন হতে যাচ্ছে। এটা সত্যিই খুশির খবর। ’

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।