পাকিস্তানের পেশোয়ারের একটি স্কুলে সম্প্রতি চালানো হয়েছে বর্বরতম জঙ্গি হামলা। এ ঘটনায় অনেক শিশু নিহত হয়েছে।
২৭ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে প্রদর্শিত হবে এটি। বাদল সরকারের মূলরচনা অবলম্বনে ‘ত্রিংশ শতাব্দী’-র রূপান্তরসহ এটি নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। এ বিশেষ প্রদর্শনীতে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস ও সংস্কৃতি উপদেষ্টা মো. মফিদুর রহমান।
যুদ্ধ-সংঘাত-হানাহানির বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ ‘ত্রিংশ শতাব্দী’। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের হিরোশিমা-নাগাসাকির আণবিক বোমা বিস্ফোরণের অনভিপ্রেত পরিণতি। এর সমান্তরালে নাটকটিতে গুরুত্বের সঙ্গে উপস্থাপিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বসনিয়া, প্যালেস্টাইন, আফগানিস্থান, পাকিস্তান-ভারত, ইরাকে আগ্রাসন, পেশোয়ারের সাম্প্রতিক বর্বরতা প্রভৃতি প্রসঙ্গ।
‘ত্রিংশ শতাব্দী’ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সুকর্ন, জুয়েনা, মোস্তাফিজ, সামাদ, শিশির, রেজাউল, শরীফ, মাধূরী, জেবু, তানভীর, সাইদ, নাবলু, রানা, হিটলার, জাহিদ প্রমুখ।
স্বপ্নদলের এ প্রযোজনাটি ভারতের রাষ্ট্রীয় নাট্যোৎসব ‘ভারত রঙ মহোৎসব’-এ মঞ্চায়নের জন্য নির্বাচিত হয়েছে। দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামার (এনএসডি) অভিমঞ্চ মিলনায়তনে আগামী ২ ফেব্রুয়ারি প্রদর্শিত হবে এটি।
বাংলাদেশ সময় : ১৩৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪