ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নন্দিনীর ছোঁয়ায় নিশো

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪
নন্দিনীর ছোঁয়ায় নিশো নাটকে মেহজাবিন ও নিশো

নন্দিনী প্রেমের প্রতীক। যক্ষপুরীতে সে শেকল ভেঙ্গে মুক্ত হওয়ার বার্তা নিয়ে আসে।

তার আহবানে সবার মধ্যেই জেগে উঠে মুক্তির স্বাদ। অত্যাচারী রাজাও পেতে চায় নিষ্কৃতি। রবীন্দ্রনাথের ‘রক্তকরবী’র এই নন্দিনী ফিরে এসেছে যেন! এ সেই নন্দিনী নয়, তবু তার মতোই একজন। নিশোর প্রতিদিনের রুটিনে আমূল সংস্কার নিয়ে আসে সে। ‘সরি... অমিত’ নাটকে। নন্দিনী রূপে নাটকটিতে আছেন মেহজাবিন।

এতে নিশো অভিনয় করেছেন উঠতি রকস্টারের চরিত্রে। গান নিয়ে মেতে থাকেন সারাক্ষণ। এলোমেলো, অগোছালো জীবন যাপন তার। ‘সরি... অমিত’-এর এ চরিত্র নিশোর অতীতের সঙ্গে মিলে যায়। অভিনয়ে প্রতিষ্ঠিত হওয়ার আগে তিনি গানের মানুষই ছিলেন। লিখতেন, সুর করতেন, গাইতেন। এখনও সময় পেলে বসে যান গিটার নিয়ে।

‘সরি... অমিত’ লিখেছেন ও পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। আরও অভিনয় করেছেন পাভেল ইসলাম, খায়রুল আলম টিপু, সুজাত শিমুল প্রমুখ। প্রচার হবে আসছে ভালোবাসা দিবসে।

বাংলাদেশ সময় : ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।