নন্দিনী প্রেমের প্রতীক। যক্ষপুরীতে সে শেকল ভেঙ্গে মুক্ত হওয়ার বার্তা নিয়ে আসে।
এতে নিশো অভিনয় করেছেন উঠতি রকস্টারের চরিত্রে। গান নিয়ে মেতে থাকেন সারাক্ষণ। এলোমেলো, অগোছালো জীবন যাপন তার। ‘সরি... অমিত’-এর এ চরিত্র নিশোর অতীতের সঙ্গে মিলে যায়। অভিনয়ে প্রতিষ্ঠিত হওয়ার আগে তিনি গানের মানুষই ছিলেন। লিখতেন, সুর করতেন, গাইতেন। এখনও সময় পেলে বসে যান গিটার নিয়ে।
‘সরি... অমিত’ লিখেছেন ও পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। আরও অভিনয় করেছেন পাভেল ইসলাম, খায়রুল আলম টিপু, সুজাত শিমুল প্রমুখ। প্রচার হবে আসছে ভালোবাসা দিবসে।
বাংলাদেশ সময় : ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪