কবি নির্মলেন্দু গুণকে নিয়ে একটি গান বেঁধেছিলো সোলস ব্যান্ড। ‘সেদিন কবিতার বই থেকে উঠে এলেন নির্মলেন্দু গুণ/ আর বললেন, নীরা কথা রাখেনি’- এমন কথার গানটি প্রকাশ পেয়েছিলো ২০১১ সালের শেষ দিকে।
এবার এর ভিডিও আসছে। ২৪ ডিসেম্বর থেকে শুরু হয়েছে দৃশ্যধারণ। চট্টগ্রামের পতেঙ্গায়, কর্ণফুলীর তীরে দাঁড়িয়ে গানটির সঙ্গে ঠোঁট মেলাচ্ছেন পার্থ বড়ুয়া। পেছনে বাজাচ্ছেন সোলস ব্যান্ডের অন্য সদস্যরা।
মিউজিক ভিডিওটি নির্মাণ করছেন ইমরাউল রাফাত। তিনি বাংলানিউজকে জানিয়েছেন, চট্টগ্রামে আরও একদিন দৃশ্যধারণ হবে। তারপর বাকি কাজ ঢাকায়।
বাংলাদেশ সময় : ১৭৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪