ইয়েরওয়াড়া কারাগার থেকে আবার প্যারোলে ছাড়া পেয়েছেন সঞ্জয় দত্ত। ২৪ ডিসেম্বর জেল থেকে বেরিয়ে আসা এই অভিনেতাকে দেখে চমকে গেছেন অনেকে।
ওজন কমানোর পাশাপাশি দেহে এইট-প্যাক অ্যাবসও বানিয়েছেন সঞ্জয়। শরীরের নতুন কাঠামো হাসি মুখে দেখিয়েছেন তিনি। এবার জেলে থাকাকালীন ১০টি ছবির চিত্রনাট্য পড়েছেন তিনি।
এর আগেও একাধিকার প্যারোলে মুক্তি পেয়েছিলেন সঞ্জয় দত্ত। মুম্বাই বিষ্ফোরণে জড়িতদের কাছ থেকে বেআইনি অস্ত্র রাখার দায়ে জেল খাটছেন বলিউডের এই তারকা।
বাংলাদেশ সময় : ১৯০১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৪