ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এ যেন নতুন সঞ্জয় দত্ত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৪
এ যেন নতুন সঞ্জয় দত্ত সঞ্জয় দত্ত

ইয়েরওয়াড়া কারাগার থেকে আবার প্যারোলে ছাড়া পেয়েছেন সঞ্জয় দত্ত। ২৪ ডিসেম্বর জেল থেকে বেরিয়ে আসা এই অভিনেতাকে দেখে চমকে গেছেন অনেকে।

এটা স্বাভাবিকও, ৫৫ বছর বয়সী এই অভিনেতা পাক্কা ১৮ কেজি ওজন কমিয়ে ফেলেছেন। বাড়ি ফিরে সাংবাদিকদের রসিকতা করে সঞ্জুবাবা বলেন, ‘আর ওজন কমালে আমি হয়তো হাওয়ায় মিলিয়ে যাবো!’

ওজন কমানোর পাশাপাশি দেহে এইট-প্যাক অ্যাবসও বানিয়েছেন সঞ্জয়। শরীরের নতুন কাঠামো হাসি মুখে দেখিয়েছেন তিনি। এবার জেলে থাকাকালীন ১০টি ছবির চিত্রনাট্য পড়েছেন তিনি।

এর আগেও একাধিকার প্যারোলে মুক্তি পেয়েছিলেন সঞ্জয় দত্ত। মুম্বাই বিষ্ফোরণে জড়িতদের কাছ থেকে বেআইনি অস্ত্র রাখার দায়ে জেল খাটছেন বলিউডের এই তারকা।

বাংলাদেশ সময় :  ১৯০১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।