বড়দিনটা সুখকর হতে হতে গিয়েও হলো না ম্যাডোনার জন্য। তার আগামী স্টুডিও অ্যালবাম ‘রেবেল হার্ট’-এর আরও ১৪টি গান ফাঁস হয়ে গেছে।
ফাঁস হয়ে যাওয়া গানগুলোর শিরোনাম- ‘আইকনিক’, ‘ভেনি ভিডি ভিসি’, ‘বিউটিফুল স্কারস’, ‘ফ্রিডম’, ‘গড ইজ লাভ’, ‘হোল্ড টাইট’, ‘বেস্ট নাইট’, ‘ইনসাইড আউট’, ‘ট্র্যাজিক গার্ল’, ‘নাথিং লাস্টস ফরএভার’, ‘ব্যাক দ্যাট আপ (ডু ইট)’ (সহশিল্পী ফ্যারেল), ‘হলি ওয়াটার’, ‘গ্রাফিটি হার্ট’ এবং ‘বডি শপ’। চুরি করে ফাঁস করে দেওয়া গানগুলো অসম্পূর্ণ মন্তব্য করেন শ্রোতাদের না শোনার আহ্বান জানিয়েছেন ৫৬ বছর বয়সী এই তারকা।
গত সপ্তাহে অ্যালবামটির গান ফাঁস হওয়ায় তীব্র নিন্দা জানান ম্যাডোনা। মার্কিন এই পপসম্রাজ্ঞী মনে করেন, এটা সন্ত্রাসবাদের নতুন আদল। এই ফাঁস ঠেকাতে বড়দিনের প্রাক্কালে সবাইকে চমকে দিয়ে হঠাৎ নতুন অ্যালবামের ছয়টি নতুন গান প্রকাশ করেন তিনি। এর মধ্যে আছে নিকি মিনাজকে নিয়ে তার একটি দ্বৈত গান।
গান ফাঁস হওয়া প্রসঙ্গে বিলবোর্ড সাময়িকীকে ম্যাডোনা বলেন, ‘আমরা অস্থির আর উন্মাদ এক সময়ে বাস করছি। সনি পিকচার্সের কম্পিউটার সিস্টেমে সাইবার আক্রমণ আর আমার গান ফাঁস হয়ে যাওয়া সেকথাই বলছে। ’
বাংলাদেশ সময় : ১২০০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৪
** আচমকা ম্যাডোনার আধ-ডজন গান
** ম্যাডোনার অদ্ভূত গান
** লাজ ভুলে অনাবৃত ম্যাডোনা
** মাথাপিছু আয়ের চেয়ে বেশি দামে ম্যাডোনার পোশাক বিক্রি
** করাচিতে ম্যাডোনার স্কুল
** ম্যাডোনার সংগ্রহশালা নিলামে