সুদর্শন বুদ্ধি প্রতিবন্ধী যুবক সজলকে দেখে মুগ্ধ জাকীয়া বারী মম। সেই যুবককে যতই দেখছেন, ততই কৌতূহলী হয়ে উঠছেন তিনি।
সজল বাংলানিউজকে জানান, এখানে আমার চরিত্রের নাম তূর্য। আর মমকে দেখা যাবে রোজা চরিত্রে। মেয়েটি পেশায় সাংবাদিক।
ভালবাসা দিবসের জন্য এটি লিখেছেন মুশফিক ইভান, পরিচালনা করেছেন শহিদুল ইসলাম রুনু। সজল ও মমর পাশাপাশি এতে অভিনয় করেছেন নওশিন, ঝুনা চৌধুরী, কাজী উজ্জ্বল প্রমুখ। আগামী বছরের ভালোবাসা দিবসে নাটকটি একটি টিভি চ্যানেলে প্রচার হবে।
বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৪