ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

১০ বছরে বৈশাখী টেলিভিশন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৪
১০ বছরে বৈশাখী টেলিভিশন

৯ পেরিয়ে ২৭ ডিসেম্বর ১০ বছরে পদার্পণ করছে বেসরকারি টিভি চ্যানেল বৈশাখী টেলিভিশন। ২৬ ডিসেম্বর দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সূচনা করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।



২৭ ডিসেম্বর সকাল ১১টায় বিশিষ্টজনদের উপস্থিতিতে সারাদিনের পর্ব উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার ড: শিরিন শারমীন চৌধুরী। শুভানুধ্যায়ীদের দিনভর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের পাশাপাশি বৈশাখীর পর্দায় থাকছে বিশেষ আয়োজন।

২৬ ডিসেম্বর রাত ১১টায় ‘সময় কাটুক গানে গানে’ অনুষ্ঠানে থাকছে সাবিনা ইয়াসমিন ও তার মেয়ে বাঁধনের পরিবেশনা। উপস্থাপনায় ফারহানা নিশো। পরদিন সকাল সাড়ে ১০টায় স্টুডিও থেকে সরাসরি থাকছে হিমাদ্রী শেখর ও চম্পা বনিকের কণ্ঠে গান। দুপুর ১২টা ১৫ মিনিটে গাইবেন রিংকু। বিকেল ৩টায় রয়েছে শাকিব খান ও তিন্নির ছবি ‘সে আমার মন কেড়েছে’।

রাত ৮টায় সরাসরি সম্প্রচার করা হবে গানের আড্ডা ‘মিউজিক ট্রেন’। রাত ৮টা ৫০ মিনিটে থাকছে একক নাটক ‘ইসাবেলা ৭১’। রাত ১১টায় ‘সময় কাটুক গানে গানে’ অনুষ্ঠানে গান গেয়ে শোনাবেন কিশোর দাস ও নিশিতা বড়–য়া।

বৈশাখী টেলিভিশনের ১০ বছরে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, বিরোধীদলীয় নেত্রী বেগম রওশন এরশাদ, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আশা প্রকাশ করে তারা বলেন, ‘দেশের সাংবাদিকতা ও শিল্প-সংস্কৃতির ক্ষেত্রে বৈশাখী অব্যাহতভাবে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রেখে চলেছে, এই ধারা আগামী দিনেও অব্যাহত থাকুক। ’

বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘২০০৪ সালে বৈশাখী টেলিভিশনের জন্ম হলেও ২০১০ সালে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করে বৈশাখী। নতুন নেতৃত্ব ও লোগো পরিবর্তনের মধ্য দিয়ে দর্শক সমাদৃত হয়ে উঠে চ্যানেলটি। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। পেশাগত দক্ষতা ও সততা নিয়ে সংবাদ পরিবেশন ও সময়োপযোগী ভিন্নমাত্রার অনুষ্ঠান নির্মাণে বৈশাখী টেলিভিশন সবসময় যত্নশীল ছিলো, আছে, থাকবে। ’

বাংলাদেশ সময় : ১৪১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।