বলিউড তারকাদের মধ্যে কারিনা কাপুর খান আকর্ষণীয় সব পোশাক পরে থাকেন। এজন্য তাকেই সবচেয়ে কেতাদুরস্ত তারকাদের তালিকায় রাখা হয় সামনের কাতারে।
* চলতি বছরের গোড়ার দিকে চাচাত ভাই আরমান জৈনের প্রথম ছবি ‘লেকার হাম দিওয়ানা দিল’ ছবির গানের অ্যালবাম প্রকাশনার অনুষ্ঠানে এসেছিলেন কারিনা। কিন্তু শাড়িতে সেফটিপিন লাগাতে বেমালুম ভুলে গিয়েছিলেন ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী। তার এই উদাসীনতা হতবাক করেছে বোদ্ধাদের। খেয়াল করার পর শাড়িতে সেফটিপিন ঢেকে ফেলেন তিনি। যদিও কালো রঙা ব্লাউজ ও সত্যপলের ডিজাইন করা শাড়িতে দারুণ ঝলমলে লাগছিলো তাকে।
* পিঠখোলা পোশাক পরার ব্যাপারে কারিনার ঝোঁক রয়েছে। দেশের বাইরে অবকাশযাপন করতে গিয়ে তেমনই একটি কালো রঙা গাউন পরেছিলেন তিনি। কিন্তু তার খোলাপিঠে তাম্রবর্ণ চিহ্নিত স্থান দেখা যাওয়ার ব্যাপারটি দৃষ্টিকটু লেগেছে ফ্যাশনবিদদের কাছে।
* গত বছর চটকদার পোশাক বেছে নিয়ে অনেককে হতবাক করেন বেবো (কারিনার ডাকনাম)। সাদারঙা হাতকাটা গেঞ্জির ভেতর কমলা রঙা অন্তর্বাস পরা দেখে তার ফ্যাশন জ্ঞান নিয়েই প্রশ্ন উঠেছিলো। তাছাড়া একাধিক রঙে তৈরি স্কার্টও মোটেও মানানসই মনে হয়নি।
* পোশাক নির্বাচনে আভিজাত্যের পরিচয় দিয়ে আসা কারিনা হঠাৎ অদ্ভুত জামাকাপড় বেছে নিয়ে দ্বিধায় ফেলেছেন ফ্যাশন বিশেষজ্ঞদের। এ বছর স্টার গিল্ড অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে নম্রতা জোশিপুরার ডিজাইন করা সোনালি রঙা পোশাকটিতে তাকে প্রয়োজনের চেয়েও বেশি চকচকে লেগেছিলো।
* দুই বছর আগের ঘটনা। কলোল দত্তের ডিজাইন করা পোশাক পরে ল্যাকমে ফ্যাশন উইকের সমাপনীতে আলো ছড়াতে ক্যাটওয়াক করেছিলেন কারিনা। সেদিন একরঙা পোশাক পরেছিলেন তিনি। কিন্তু পোশাকটিতে স্বাভাবিকের তুলনায় তার বক্ষবিভাজন দেখা যাচ্ছিলো বেশি।
বাংলাদেশ সময় : ১৬০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৪