ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কার প্রেমে পড়েছেন কঙ্গনা?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৪
কার প্রেমে পড়েছেন কঙ্গনা? কঙ্গনা রনৌত

নতুন করে প্রেমে পড়েছেন কঙ্গনা রনৌত। খবরটি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

তবে প্রেমিকের নাম জানাননি ২৭ বছর বয়সী এই অভিনেত্রী। তার ভাষ্য, ‘এখনই তাকে নিয়ে আমার কথা বলাটা অনৈতিক ব্যাপারই হবে। সম্পর্ক ধরে রাখা কঠিন। নয় কি?’

তিনি আরও বলেন, ‘একা থাকার স্বাধীনতা উন্মাদের মতোই। আর সম্পর্ক আঘাত বয়ে আনতে পারে। তবে সুসম্পর্ক মনোবল সুদৃঢ় করতে পারে। ’

কঙ্গনা জানিয়েছেন, নতুন সম্পর্কটা তার জীবনে বিশেষ কিছু। নতুন সঙ্গী পেয়ে উচ্ছ্বসিত তিনি। সময় হলেই ভালোবাসার মানুষের হাত ধরে জনসমক্ষে আসবেন বলে কথা দিয়ে রেখেছেন বলিউডের এই অভিনেত্রী।  

মুখে না বললেও বলিউডের হাওয়ায় ভেসে বেড়াচ্ছে হৃতিক রোশনই হলেন কঙ্গনার নতুন প্রেমিক। ‘কৃষ থ্রি’ ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়েই তাদের মধ্যে সখ্য গড়ে ওঠে।

কঙ্গনা এখন ‘কাট্টি বাট্টি’ নামের একটি ছবির কাজ করছেন। এতে তার সহশিল্পী ইমরান খান।

* ‘কৃষ থ্রি’ ছবির গানের ভিডিও :


বাংলাদেশ সময় : ১৮১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।