বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দেলোয়ার জাহান ঝন্টু। মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন গত দু’বারের বিজয়ী মুশফিকুর রহমান গুলজার।
২৬ ডিসেম্বর বিএফডিসিতে পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন ভোটগ্রহণ চলে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এবার সমিতির ভোটারের সংখ্যা ছিলো ৩৩৬। এর মধ্যে ২৯৯ জন পরিচালক ভোট দিয়েছেন।
গতকাল এফডিসিতে অনুষ্ঠিত এই নির্বাচনে পরিচালক সমিতির কার্যনিবাহী পরিষদের ১৭টি পদের মধ্যে ঝন্টু-গুলজার পরিষদ সভাপতি, সহ সভাপতি, মহাসচিব প্রচার-প্রকাশনা ও দপ্তর সম্পাদক সহ ১০ টি এবং কাজী হায়াত-এফআই মানিক পরিষদ যুগ্ম মহাসচিব, সাংগঠনিক, অর্থ, আন্তর্জাতিক ও সাংস্কৃতিক সম্পাদক পদ সহ ৭টি পদে জয়লাভ করেন। ঝন্টু-গুলজার পরিষদের নির্বাচিতরা হলেন সহ সভাপতি-সোহানুর রহমান সোহান, প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক-আহমেদ আলী মন্ডল, কার্যনির্বাহী সদস্য-নজমুল হুদা মিন্টু, আবুল খায়ের বুলবুল, বদিউল আলম খোকন, শিল্পী চক্রবর্তী ও পল্লী মালেক।
হায়াত-মানিক পরিষদের নির্বাচিতরা হলেন যুগ্ম মহাসচিব-এস এ হক অলিক, অর্থ সম্পাদক-আহমেদ ইলিয়াস ভুইয়া, সাংগঠনিক সম্পাদক-বজলুর রাশেদ চৌধুরী, আন্তর্জাতিক ও সাংস্কৃতিক সম্পাদক-মোস্তাফিজুর রহমান বাবু, কার্যনির্বাহী সদস্য-আব্দুস সামাদ খোকন, সাঈদুর রহমান সাঈদ, রায়হান মুজিব ও বাপ্পারাজ।
বাংলাদেশ সময় : ১০১১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪