পাগলেরই মতো ভালোবাসি তোমায়
ভেবো নাতো পাগলামি
জীবনেরই চেয়ে আরও আরও বেশি
পৃথিবীতে তুমি দামি
এ হৃদয়েরই স্বপ্ন রঙে
লিখেছি তোমার নামই
শোনো তুমি, শোনো তুমি...
চলচ্চিত্রে শাফিন আহমেদের গাওয়া প্রথম গানের মুখ এটি। তার ভক্তদের জন্য সুখবর, ২৪ ডিসেম্বর ইউটিউবে এর অডিও উন্মুক্ত করা হয়েছে।
শাফিনের গাওয়া গানটি লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলি ইমন। সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘ওয়ার্নিং’ ছবির জন্য তৈরি হয়েছে এই গান। পর্দায় এতে ঠোঁট মেলাবেন আরিফিন শুভ। তার সঙ্গে অভিনয় করেছেন মাহি।
মাইলস ব্যান্ডের গায়ক-গিটারশিল্পী শাফিন বাংলানিউজকে বলেছেন, ‘আমি যে ধরনের গান গেয়ে এসেছি, ‘শোনো তুমি’ শুনলে শ্রোতারা সেই স্বাদ পাবেন। কবির বকুল গানটি অসাধারণ লিখেছেন, শওকত আলি ইমনও পছন্দমাফিক সুর ও সংগীতায়োজন করেছেন। গানটি গেয়ে আমি খুশি। ’
কবির বকুলের কথা ও শওকত আলী ইমনের সুর-সংগীতে ‘ওয়ার্নিং’ ছবিতে নগরবাউল জেমসও গেয়েছেন। ম্যাপেল ফিল্মস প্রযোজিত ছবিটি মুক্তি পাবে আগামী মাসে।
* ‘শোনো তুমি’ গানের অডিও :
বাংলাদেশ সময় : ১১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪