ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রূপের সাগরে ডাকছেন সুরভিন!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪
রূপের সাগরে ডাকছেন সুরভিন! সুরভিন চাওলা

‘হেট স্টোরি টু’র পর আবার স্বল্পবসনা হয়ে রূপালি পর্দায় আগুন ঝরাতে এলেন সুরভিন চাওলা। অনুরাগ কাশ্যপের ‘আগলি’ ছবিতে স্বল্প উপস্থিতির কিন্তু গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি।



এর একটি গানেও নেচেছেন সুরভিন। গানটিতে দেখা যায়, একটি অফিসে এক পুরুষকে নিজের রূপের সাগরে ভেসে যাওয়ার প্রলোভন দেখাচ্ছেন ৩০ বছর বয়সী এই অভিনেত্রী।

‘আগলি’ ছবিতে নিজের চরিত্র প্রসঙ্গে সুরভিন বলেছেন, ‘মেয়েটি অনুভূতিশুন্য, বাজারি আর সস্তা প্রকৃতির। ছবিটির অন্য চরিত্রগুলোর মতোই সে লোভী, স্বার্থপর, কুৎসিত, ধান্দাবাজ ও সুবিধাবাদী। এ চরিত্রে মানানসই হতে বেশ হিমশিম খেতে হয়েছে। অনুরাগের সঙ্গে আগেও কাজ করার কথা হয়েছিলো, কিন্তু তখন ব্যাটে-বলে মেলেনি। এবার প্রস্তাব পেয়ে হাতছাড়া করিনি। তার সঙ্গে কাজ করা আমার স্বপ্ন ছিলো। ’

‘আগলি’ মুক্তি পেয়েছে ২৬ ডিসেম্বর। এতে আরও অভিনয় করেছেণ রাহুল ভাট, রণিত রায় প্রমুখ। সংগীত পরিচালনায় জি.ভি প্রকাশ কুমার।

* ‘নিচোড় দে’ গানের ভিডিও : 


বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।