ক্যারিয়ারে এমন ঝুঁকিপূর্ণ কাজ আর করেননি এমা ওয়াটসন। ‘রিগ্রেশন’ নামের একটি ছবিতে টপলেস হয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন ২৪ বছর বয়সী এই অভিনেত্রী।
‘হ্যারি পটার’ সিরিজের তারকা এমা ২০১৪ সালেই জাতিসংঘের নারী শাখার শুভেচ্ছাদূত নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ফাউন্ডেশন ফর ওমেন তাকে চলতি বছরের সেরা নারীবাদী তারকার খেতাব দিয়েছে। এ কারণে তার অনাবৃত হওয়াটা সমালোচনার জন্ম দিয়েছে।
১৯৯০ সালের প্রেক্ষাপটে ছবিটি পরিচালনা করেছেন আলেহান্ড্রো আমেনাবার। এর গল্পটা এক বাবাকে নিয়ে। নিজের মেয়ে অ্যাঞ্জেলাকে যৌন নির্যাতনের দায়ে তাকে গ্রেফতার করা হয়। অ্যাঞ্জেলার চরিত্রে দেখা যাবে এমাকে। ছবিটিতে তার সহশিল্পী মেরিল স্ট্রিপ, ইথান হক, ডেভিড থিউলিস, ডেভিড ডেনসিক।
* (ওপরের ছবিতে) ‘রিগ্রেশন’-এর দৃশ্যে এমা ওয়াটসন ও ইথান হাউকি
বাংলাদেশ সময় : ১২৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪