বড় পর্দায় কাজ করবেন না বলে বলেও শেষ পর্যন্ত না করে থাকতে পারলেন না অহনা। এখন তিনি কাজ করছেন ‘চোখের দেখা’য়।
রাজধানীর গুলিস্তানের বক্সিং স্টেডিয়ামে শুরু হয়েছে ‘চোখের দেখা’র দৃশ্যধারণ। গল্পে সায়মনকে বক্সার চরিত্রে দেখা যাবে। ছবিটিতে ভিলেন চরিত্রে অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ। এ ছাড়াও আছেন শামস সুমন, সীমান্ত প্রমুখ।
নতুন ছবি নিয়ে অহনা বাংলানিউজকে বলেন, ‘এ ছবির গল্প শুনে রাজি হয়েছি। ভালো গল্প পাওয়ায় আবারো বড় পর্দায় আসছি। এখানে আমার চরিত্রের নাম রোজ। মেয়েটি নৃত্যশিল্পী। সে ক্যারিয়ার নিয়ে অনেক সচেতন। আশার কথা হলো, ছবিটিতে সহশিল্পী হিসেবে ভালো অভিনেতাদের পাচ্ছি। ’
এর আগে অহনার ‘চাকরের প্রেম’ (আমিন খান) ছবিটি মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় আছে এফআই মানিকের ‘দুই পৃথিবী’ (শাকিব খান)।
*(ওপরের ছবিতে বাঁ থেকে) সায়মন, অহনা ও শতাব্দী ওয়াদুদ
বাংলাদেশ সময় : ১৩০০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪
** অনেক জল ঘোলা করে ফের চলচ্চিত্রে অহনা
** আবার খলনায়ক শতাব্দী