ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘পাগলের বাড়ি’তে মুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
‘পাগলের বাড়ি’তে মুন পাগলের বাড়ি’ নাটকে ইনামুল হকের সঙ্গে মুন

গান নিয়েই সারাবছর কাটে কণ্ঠশিল্পী মুনের। তবে নতুন বছরে ভিন্নরুপে দেখা যাবে তাকে।

এবারই প্রথম একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি। নাম ‘পাগলের বাড়ি’। লিখেছেন ফেরারী ফরহাদ, পরিচালনায় রাশেদ রাহা।

এ নাটকে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, সোহেল খান, ফারুক আহমেদ, ড. ইনামুল হক, মিঠু প্রমুখ। ঢাকা ও আশপাশের এলাকায় এর দৃশ্যধারণ হয়েছে। শিগগিরই চ্যানেল আইয়ে ‘পাগলের বাড়ি’র প্রচার শুরু হবে।

মুন বাংলানিউজকে বলেন, ‘হঠাৎ করেই অভিনয়ের প্রস্তাব পেলাম। বিশেষ করে অভিনেতা সোহেল খানের অনুপ্রেরণায় কাজটি করছি। নাটকের গল্পে আমার চরিত্রের নাম নীলু। সে চোরের বউ। মজার একটি চরিত্রে অভিনয় করছি। বেশ ভালো লাগছে কাজটি করে। তবে গানই আমার সবকিছু। ’

শিগগিরই মুনের একটি মিউজিক র্ভিডিও বিভিন্ন চ্যানেলে প্রচার হবে। তারেক আনন্দের লেখা ‘পাগলামি’ শিরোনামের গানটিতে মশিউর বাপ্পীও কণ্ঠ দিয়েছেন। মধ্যপ্রাচ্যের বাহরাইনে চিত্রায়িত ভিডিওটি নির্মাণ করেছেন শাকিল দেওয়ান।

বাংলাদেশ সময় : ১৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।