গুণী চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন ১১ জানুয়ারি। দেশে তো অবশ্যই, দেশের বাইরেও ছড়িয়ে আছেন তার অগণিত ভক্ত-শুভাকাঙ্ক্ষী।
১৮ জানুয়ারি জাপানের টোকিও ইতাবাশি-কু’র গ্রীন হলে এই শোকসভায় বক্তারা দলমত নির্বিশেষে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তারা বলেন, বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’; এ ছাড়াও ‘মাতৃভূমি’, ‘সংগ্রাম’, ‘দেবদাস’, ‘শুভদা’, ‘মিয়া ভাই’, ‘বেহুলা লক্ষ্মীন্দর’, ‘পদ্মা মেঘনা যমুনা’, ‘হাঙর নদী গ্রেনেড’ প্রভৃতি চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে চাষী নজরুল ইসলাম বাংলাদেশের মেহনতী মানুষের কথা তুলে এনেছেন।
বাংলাদেশ সময় : ১৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫