ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

বগুড়ায় নাচে-গানে ‘ইচ্ছেঘুড়ি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
বগুড়ায় নাচে-গানে ‘ইচ্ছেঘুড়ি’

বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর বগুড়া এরিয়া ও ১১ পদাতিক ডিভিশন এবং এটিএন বাংলার যৌথ আয়োজনে ২২ জানুয়ারি সন্ধ্যায় মাঝিরা ক্যান্টনমেন্ট বগুড়ায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘ইচ্ছে ঘুড়ি’। এখানে থাকছে সুরের মূর্ছনা ও নাচ।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন এসআই টুটুল, নকুল কুমার বিশ্বাস, নির্ঝর। নৃত্য পরিবেশন করবেন শখ, সোহেল ও বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টসের শিল্পীরা।

অনুষ্ঠানে সেনাবাহিনীর উর্ধ্বতন ব্যক্তিদের পাশাপাশি থাকবেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান এবং বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কয়েক হাজার সেনাসদস্য তাদের পরিবার ও আমন্ত্রিতরা।

শামীম আরা মুন্নীর উপস্থাপনায় অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করবেন মুকাদ্দেম বাবু ও রাসেল মাহমুদ। এটিএন বাংলা এ সাংস্কৃতিক আয়োজনটি মাঝিরা ক্যান্টনমেন্ট বগুড়া থেকে সরাসরি স¤প্রচার করবে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে।

বাংলাদেশ সময় : ২০৪৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।