ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আরণ্যকের শীতকালীন পথনাট্যোৎসব

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
আরণ্যকের শীতকালীন পথনাট্যোৎসব আরণ্যক প্রযোজিত নাটকের একটি দৃশ্য

ঢাকা: ‘হে পথিক, রুখো সন্ত্রাস বাঁচাও জীবন’ স্লোগান নিয়ে আরণ্যক নাট্যদল আয়োজন করেছে শীতকালীন পথনাট্যোৎসব। উৎসবে দলটির তিনটি পথনাটকের প্রদর্শনী হবে।

আগামী ২৪ জানুয়ারি বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে শুরু হবে এই উৎসব।

উৎসবের নাটকগুলোর মধ্যে ‘মূর্খ লোকের মূর্খ কথা’ এবং ‘খেঁকশিয়াল’ লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন মান্নান হীরা। ‘আগুনের ডালপালা’ লিখেছেন মামুনুর রশীদ, নির্দেশনায় শাহ আলম দুলাল।

সংগঠনটির পক্ষ থেকে নাটক তিনটি উপভোগের জন্য দর্শকদের আমন্ত্রণ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।