ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মাধুরীর ‘বেটি বাঁচাও বেটি পড়াও’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
মাধুরীর ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ মাধুরী দীক্ষিত

ভারতের অনেক রাজ্যে এখনও মেয়েদেরকে বোঝা মনে করা হয়। এজন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরিয়ানায় ২২ জানুয়ারি চালু করছেন ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ কর্মসূচি।

এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন মাধুরী দীক্ষিত। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে খবরটি জানান তিনি।

এমন একটি কর্মসূচির সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ খুশি মাধুরী। বলিউডের এই ৪৭ বছর বয়সী অভিনেত্রী জানান, কন্যাভ্রণ হত্যা প্রতিরোধ এবং কন্যাশিশুদের শিক্ষার প্রচার চালাবেন তিনি। তার ভাষায়, ‘আমি সম্মানিত বোধ করছি। ’

বাংলাদেশ সময় : ১৫০৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।