‘কেউ বোনে আড়ালে মুখোশের ঘর, জোছনা আঁধারে মেঘে ঢাকা শহর’- জাহিদ আকবরের লেখা এই গানটি গেয়েছেন হাবিব ওয়াহিদ। সুর আর সংগীতও তার।
হাবিব তার সংগীতজীবনে এর আগে একটি মাত্র নাটকের গান করেছিলেন। সেটা আট বছর আগের কথা। শিহাব শাহিনের ‘রমিজের আয়না’ ধারাবাহিকের জন্য তৈরি হয়েছিলো ওই গান। এ প্রসঙ্গে হাবিব বলেন, ‘নতুন নাটকটির গল্পে সমসাময়িক বিষয়গুলো পেয়েছি, তাই গানটি তৈরি করতে উৎসাহ পেয়েছি। গানের কথার মধ্যে অদ্ভুত ভালো লাগা আছে। ’
এদিকে জাহিদ আকবর বলেন, ‘এ নাটকের গল্পে চলতি সময়কে পাওয়া যাবে। গল্পটা ভেবে ভেবে গানটি লিখতে হয়েছে। তাই লিখতে বেশ সময় নিয়েছি। এর আগে ‘প্রজাপতি’ ছবিতে আমার লেখা ‘ডুব’ গানটি করেছিলেন হাবিব। পাঁচ বছর পর আবার আমরা এক হলাম মেঘে ঢাকা শহরে। ’
বাংলাদেশ সময় : ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫