ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘দিবানিশি’ জমিদারি ব্যাপার-স্যাপার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
‘দিবানিশি’ জমিদারি ব্যাপার-স্যাপার

জমিদার প্রথা চলে গেলে আটঘড়িয়ার জমিদার সরফরাজ আলী মিয়া দুর্বিসহ অবস্থায় পড়ে যান। ধীরে ধীরে অর্থের জৌলুস কমতে থাকে।

মেজ ছেলে বিবাহিত স্ত্রী রেখে লন্ডন চলে যায়। বহুদিন কোনো খবর নেই তার। তার স্ত্রী নাফিজাকে একদিন বাগানবাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। ছোট জমিদার স্বৃরাজ আলী মিয়া বিবাহিত স্ত্রী রেখে বাঈজি তৃষ্ণায় জলসাঘরে মদ আর নাচ নিয়েই সময় কাটায়।

এই হচ্ছে একটি জমিদার বাড়ির অন্দরমহলের খবরাখবর। আনন্দ-দুঃখ-গাম্ভীর্যের এসব ঘটনা পর্দায় তুলে আনছেন রাজু খান ও তরঙ্গ আনোয়ার। তারা পরিচালনা করেছেন ধারাবাহিক নাটক ‘দিবানিশি’। এটি লিখেছেন তরঙ্গ আনোয়ার। অভিনয়ে ডলি জহুর, খায়রুল আলম সবুজ, আজিজুল হাকিম, আহমেদ রুবেল, আব্দুল্লাহ রানা, মুনমুন আহমেদ, জয়রাজ, শামীম জামান, ফারজানা ছবি, হোমায়রা হিমু, রওনক হাসান, শম্পা হাসনাইন, সাব্বির আহমেদ প্রমুখ।

২৩ জানুয়ারি রাত ৮টা থেকে এটিএন বাংলার পর্দায় দেখা যাবে ধারাবাহিক নাটক ‘দিবানিশি’।

বাংলাদেশ সময় : ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।