স্লোগান- ‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’। ঘুরেফিরে প্রতিবছরই এ স্লোগান শিশুদের জন্য আনন্দের খবর বয়ে নিয়ে আসে।
২৪-৩০ জানুয়ারি পর্যন্ত চলবে এটি। তবে শুধু ঢাকায় নয়, একইসঙ্গে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর ও খুলনায় চলবে আয়োজন। সারাদেশের মোট ১৪টি ভেন্যুতে ৪৬টি দেশের দুই শতাধিক শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে।
ঢাকায় মূল উৎসব কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে কেন্দ্রীয় গ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তন। উদ্বোধনী দিন ছাড়া প্রতিদিন সকাল ১১টা, দুপুর ২টা, বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টায় মোট চারটি করে প্রদর্শনী হবে। প্রত্যেকটি প্রদর্শনীতে একাধিক শিশুতোষ চলচ্চিত্র দেখানো হবে। উৎসবের সকল প্রদর্শনী অভিভাবকসহ শিশু-কিশোরদের জন্য উন্মুক্ত থাকবে।
বাংলাদেশ সময় : ২১০০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫