ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অস্কারে সেরা ছবি ‘বার্ডম্যান’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
অস্কারে সেরা ছবি ‘বার্ডম্যান’

বিনোদন অঙ্গনের প্রতি বিদ্রুপ নাকি এক বালকের বেড়ে ওঠার গল্প- কে জিতবে সেরা ছবির অস্কার? শেষ পর্যন্ত বিদ্রুপাত্মক ছবি ‘বার্ডম্যান’ই পেলো সেই স্বীকৃতি। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৮৭তম আসরে সেরা চলচ্চিত্র হয়েছে আলেহান্ড্রো গঞ্জালেজ ইনারিতুর এ ছবি।



যদিও সেরা ছবির বিভাগে এবার ফেভারিট ভাবা হচ্ছিলো শৈশব থেকে এক বালকের তারুণ্যে পা রাখার চিত্র ‘বয়হুড’কে। গোল্ডেন গ্লোব, বাফটা, ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস-সহ বছরের গুরুত্বপূর্ণ বেশিরভাগ পুরস্কারই জিতেছে এটি। কিন্তু অস্কারটা জুটলো না।

একসময় সুপারহিরো চরিত্রে অভিনয় করতেন এমন এক অভিনেতাকে ঘিরেই সাজানো হয়েছে ‘বার্ডম্যান’ ছবির গল্প। বার্ধক্যে এসে নিজের সঙ্গে লড়াই করে পরিবার, ক্যারিয়ার ও নিজেকে ফিরে পাওয়ার জন্য লড়াই করতে থাকে সে। নতুন মঞ্চনাটকের উদ্বোধনী প্রদর্শনীতেই নিজের সোনালি অতীতকে ফিরিয়ে এনে লোকটি দেখিয়ে দিতে চায় সে এখনও ফুরিয়ে যায়নি। মজার বিষয় হলো, এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মাইকেল কিটন। তিনি একসময় সুপারহিরো ব্যাটম্যান চরিত্রে অভিনয় করেছিলেন হলিউডের একটি ছবিতে। বাস্তবতা ও পর্দার এই অপূর্ব মেলবন্ধনই ছবিটি অস্কার ভোটারদের মন কেড়েছে বেশি।

‘বার্ডম্যান’ ও ‘বয়হুড’ ছবি দুটির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সুবাদে এবারের অস্কারকে ঘিরে ছিলো বাড়তি কৌতূহল। সেরা ছবির মনোনয়ন তালিকায় আরও ছিলো ‘আমেরিকান স্নাইপার’, ‘দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল’, ‘দ্য ইমিটেশন গেম’, ‘সেলমা’, ‘দ্য থিওরি অব এভরিথিং’ এবং ‘হুইপ্ল্যাশ’।

আজ সোমবার সকাল সাড়ে ৬টায় লসঅ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে শুরু হয় ৮৭তম অস্কার অনুষ্ঠান। এটি উপস্থাপনা করেছেন হলিউড অভিনেতা নীল প্যাট্রিক হ্যারিস। স্টার মুভিজ চ্যানেলে এই আয়োজন সরাসরি দেখানো হয়।

বাংলাদেশ সময় : ১১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

** জুলিয়ান মুরের হাতেই সেরা অভিনেত্রীর অস্কার
** অস্কারে সেরা অভিনেতা এডি রেডমেইন
** ইনারিতুর হাতে উঠলো সেরা পরিচালকের অস্কার
** অস্কারে সেরা গান ‘গ্লোরি’র জন্য অশ্রু
** স্নোডেনকে নিয়ে বানানো তথ্যচিত্র অস্কারে সেরা
** অস্কারে সেরা অ্যানিমেটেড ছবি ‘বিগ হিরো সিক্স’
** অস্কারে সেরা বিদেশি ভাষার ছবি ‘ইডা’
** অস্কারে সেরা সহ-অভিনেতা হলেন জেকে সিমন্স
** শুরু হলো অস্কার আসর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।